আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাঠ প্রতিক্রিয়া-নাজনীন নাহারের গল্পগ্রন্থ ‘খেলে যায় রৌদ্র ছায়া’

ফাতেমা নীলা:
আমার অর্ডারকৃত বইটি আজকেই হাতে পেলাম। নতুন বইয়ের নতুন সুগন্ধে বুদ হয়ে ‘খেলে যায় রৌদ্র ছায়া’ গল্পগ্রন্থের নামে প্রথম গল্পটি পড়লাম এক নিমিষেই। পড়া শেষ হলে টের পেলাম চোখের কোল বেয়ে জল গড়িয়ে পড়ছে।
আহা কেন এমন করে ভালোবাসারা তীব্র মায়ায় ডুবিয়ে-ভাসিয়ে দেয় অকূলপাথারে!
নিয়তি এভাবে কেন ছিনিয়ে নেয় প্রিয় মানুষ!
একলা করে চলে যায় অচিনপুরে!
কেউ ভালোবাসা ভালোবাসা করে করে হাহাকারে মরে,
কেউ ভালোবাসায় অবিশ্বাস আর প্রতারণার বিষাক্ত ছোবলে ধুঁকে মুখ ফিরিয়ে নেয় আর কেউ উথাল-পাতাল ভালোবাসার মানুষকে অকালে হারিয়ে মন,মননে তাকে অনুভবে ছুঁয়ে ছুঁয়ে বেঁচে থাকে।
“এমনও তো প্রেম হয়
শুধু চোখের জলে কথা কয়”

গল্পটা তন্ময় ও নীরার।
তন্ময়ের প্রেম বুকে নিয়ে বেঁচে থাকে এমন অসংখ্য নীরা। মৃত্যুকে ভালোবেসে প্রহর গোনে প্রিয় মানুষের সান্নিধ্য পাওয়ার ।
আহা জীবন!
আহা জীবনের সবচেয়ে প্রিয় সুখ ভালোবাসা এবং তার নিদারুণ সত্য হাহাকার!

লেখক নাজনীন নাহার তার লেখায় পাঠককে একটা নেশায় বেঁধে ফেলতে পারে। আমি তার বহু লেখায় নিজেকে কানেক্ট করতে বাধ্য হয়েছি বারংবার। কীভাবে! তা উপলব্ধি করতে হলে পড়তে হবে খেলে যায় রৌদ্র ছায়া কিংবা তার লেখা ৩৪টি অনন্য স্বাদের বই থেকে অন্তত যে কোনো একটি বই।
লেখক ও তার সকল সৃজনের জন্য শুভকামনা।

বই-খেলে যায় রৌদ্র ছায়া(গল্পগ্রন্থ)
লেখক– নাজনীন নাহার
জনরা – রোমান্টিক ও সামাজিক
প্রচ্ছদ – মো. সাদিতউজজামান
প্রকাশনী- নব সাহিত্য
মূদ্রণ মূল্য – ৩০০
গল্প- ০১

Share

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ